thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০১৪ জানুয়ারি ১০ ১৫:৪৩:৩৫
ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জের পল্লীতে কামাল হোসেন (৩৫) নামের হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছে রেবা বিশ্বাস (৪০) ও অরুণ কুমারসহ (১৫) তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল কৃষ্ণপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতের বাবা মতিয়ার রহমান দ্য রিপোর্টকে জানান, প্রায় এক বছর আগে কৃষ্ণপুর গ্রামের শহিদুল নামে এক যুবক খুন হয়। খুনের তিনদিন পর একটি ল্যাট্রিন থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই হত্যা মামলার এক নম্বর আসামি ছিল কামাল হোসেন ও আহত রেবা বিশ্বাস। শুক্রবার দুপুরে খুন হওয়া শহিদুলের পরিবারের লোকজন কামালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দীন মোল্লা হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওনা দিয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এএস/আরকে/এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর