thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ভারতীয় চোরাচালানি আটক

২০১৪ জানুয়ারি ১০ ১৫:৪৫:৩৭
ভারতীয় চোরাচালানি আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নিমতলা ভারত সীমান্ত এলাকা থেকে উত্তম মজুমদার (৪৫) নামের এক ভারতীয় চোরাচালানিকে আটক করেছে বিজিবি। সে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গেদে উত্তরপাড়া গ্রামের মৃত শিব চাঁদের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিজিবি তাকে চোরাচালানি মালামালসহ আটক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলার দুই নম্বর সাব পিলারের কাছ দিয়ে ৪ মণ ওজনের চোরাই পণ্য নিয়ে উত্তম মজুমদার একটি ভ্যানযোগে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা পেঁয়াজ ও ভ্যানসহ তাকে আটক করে। আটক উত্তম মজুমদারকে শুক্রবারই দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআর/এএস/আরকে/এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর