thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সিএনজি চালকের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১০ ১৫:৫০:০৪
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সিএনজি চালকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. ইলিয়াস (৫০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

মৃত আবদুল সিদ্দিকীর ছেলে ইলিয়াস। তিনি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকতেন।

ইলিয়াসের খালাতো ভাই মো. কলিম জানান, শুক্রবার সকাল ৭টার সময় ইলিয়াস সিএনজি নিয়ে বের হয়। দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে খবর আসে তিনি অচেতন হয়ে বিমানবন্দর ওভারব্রিজের নিচে পড়ে আছেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর