thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঠাণ্ডায় উত্তর প্রদেশে ৮ জনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১০ ১৬:০৯:৪৮
ঠাণ্ডায় উত্তর প্রদেশে ৮ জনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি, দ্য রিপোর্ট : হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু উত্তর ভারত। তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে৷ শীতের দাপটে শুক্রবার ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রাজ্যটির বারানসী, বালিয়া, ভাদোহি, আজমগড় ও গাজিপুর থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে এই রাজ্যে শীতের প্রকট বেড়েছে। শুক্রবার সকালে স্কুলগুলিতে অষ্টম শেণী পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। বুধবার থেকে আবার স্কুল খুলেবে বলে জানিয়েছেন লখনউ-এর জেলা শাসক অনুরাগ যাদব।

শীতের ছোবলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লখনউ সংলগ্ন উন্নাও৷ রাতে তাপমাত্রা নেমে গিয়েছিল

৩ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় লখনউ এর সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৮ ও সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তার উপর দেখা দিয়েছে বৃষ্টি। বেশ কয়েক জায়গায় আবার হচ্ছে শিলাবৃষ্টি।

এদিকে বাজ পড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসএম/এমসি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর