thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সশস্ত্র বাহিনী থাকছে ৮ নির্বাচনী এলাকায়

২০১৪ জানুয়ারি ১০ ১৬:৩০:৫২
সশস্ত্র বাহিনী থাকছে ৮ নির্বাচনী এলাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্থগিত ৮ আসনের নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকছে। মোট ৩৯২ ভোটকেন্দ্রে ভোটগ্রহণের কারণে ওই সব এলাকায় ১৭ জানুয়ারি পর্যন্ত সেনা থাকবে বলে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, যশোর-৫, লক্ষ্মীপুর-১, গাইবান্ধা-১, ৩ ও ৪ নির্বাচনী এলাকায় ১৬ জানুয়ারি আবার ভোট নেওয়া হবে। এ সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েন রাখার ব্যাপারে নির্বাচন কমিশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এই আটটি নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনী ১৭ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ২৬ ডিসেম্বর দেশের ৫৯ জেলায় ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। সেনা মোতায়েনের সময় ৯ জানুয়ারি পর্যন্ত সেনাসদস্যদের থাকার সিদ্ধান্ত ছিল। সে অনুযায়ী যে সব এলাকায় নির্বাচন হয়ে গেছে, সে সব এলাকা থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের ফিরিয়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৮টি নির্বচনী এলাকায় আবারও ভোটগ্রহণের কারণে এ সব আসনে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকছেন।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমসি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর