thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গোপন প্রণয়ের খবর ছাপায় ক্ষুদ্ধ ওলাঁদ

২০১৪ জানুয়ারি ১০ ১৬:৩৩:৩৩
গোপন প্রণয়ের খবর ছাপায় ক্ষুদ্ধ ওলাঁদ

দ্য রিপোর্ট ডেস্ক : এক অভিনেত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের প্রেমের সম্পর্ক আছে বলে দাবি করেছিল ফ্রান্সের একটি ম্যাগাজিন। এ ঘটনায় ক্ষুদ্ধ ওলাঁদ ওই ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা করবেন বলে ভাবছেন।

ওই প্রতিবেদনে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর হস্তক্ষেপ বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ওলাঁদ। প্রত্যেক নাগরিকের মতো তারও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার আছে বলে এএফপিকে জানিয়েছেন ওলাঁদ।

সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা ক্লোসার সাত পৃষ্ঠাব্যাপী অভিনেত্রী জুলি গ্যায়েটের সঙ্গে ওলাঁদের সম্পর্ক নিয়ে ছবি ও প্রতিবেদন ছেপেছে।

ব্যক্তিগতভাবে জারি করা এক বিবৃতিতে তিনি জানান, ক্লোসারের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপসহ যথাসম্ভব পদক্ষেপ নিতে যাচ্ছেন।

তবে তিনি এই সম্পর্কের কথা অস্বীকার করেননি।

৪১ বছর বয়সী জুলি টেলিভিশন ও চলচ্চিত্রের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তিনি ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কয়েকমাস ধরেই ইন্টারনেটে ওলাঁদ ও জুলির কথিত সম্পর্কের গুজব শোনা যাচ্ছিল।

গত বছরের মার্চে এই বিষয়টি নিয়ে ত্যক্ত-বিরক্ত জুলি কয়েকজন ব্লগার ও কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে এই গুজব নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য প্যারিসের একটি আদালতে অভিযোগও দায়ের করেছিলেন।

ওই গুজবের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছিলেন জুলির আইনজীবী।

তবে ম্যাগাজিনটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী ওলাঁদ নিয়মিতভাবেই এলিসি প্রসাদের কাছে অবস্থিত একটি ফ্ল্যাটে রাতযাপন করেন।

প্রতিবেদনটি প্রতিষ্ঠা করতে বেশ কয়েকটি ছবিও ছেপেছে ক্লোসার। কয়েকটি ছবিতে ওই ফ্ল্যাটে যাওয়ার বিষয়টিও দেখা গেছে।

সকালে ওই ফ্ল্যাটে ওলাঁদের দেহরক্ষী নাস্তা নিয়েও হাজির হয়েছেন বলে দাবি করেছে ম্যাগাজিনটি।

ওলাঁদ তার রাজনৈতিক জীবনের সঙ্গী সাংবাদিক ভ্যালেরি ট্রাইয়ারওয়েইলারে সঙ্গে বসবাস করছেন। তিনি ওলাঁদের চার সন্তানের মা। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর