thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মার্কিন পরমাণু কর্মকর্তার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ

২০১৪ জানুয়ারি ১০ ১৭:০৯:০৭
মার্কিন পরমাণু কর্মকর্তার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায়িত্বে থাকা দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ মাদক গ্রহণের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এ অভিযোগটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র আন স্টিফ্যানেক জানান, যুক্তরাষ্ট্রের মন্টানার মাল্মস্ট্রম বিমান ঘাটিতে নিয়োজিত দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ মাদক গ্রহণের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

বিমান বাহিনীর বিশেষ তদন্তকারী দলের এক কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে দেখা যায়, অভিযুক্ত ওই দুই কর্মকর্তা মাতাল অবস্থায় একটি মোটর শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তারা শোভাযাত্রার কার্যক্রমে ব্যাঘাত ঘটান বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

মার্কিন বিমানবাহিনীর পরমাণু কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যেই বেশ কয়েকটি মাদক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় পরমাণু ক্ষেপণাস্ত্র ইউনিটের বেশ কয়েকজন কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয়।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর