thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

২৬ জানুয়ারির মধ্যেই এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য এএপির

২০১৪ জানুয়ারি ১০ ১৭:০৯:৩৮
২৬ জানুয়ারির মধ্যেই এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য এএপির

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছরের ২৬ জানুয়ারির মধ্যেই এক কোটি সদস্য সংগ্রহ করতে চায় আম আদমি পার্টি। তবে এর পরও দলের সদস্য সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত থাকবে। দলটির প্রধান অরবিন্দ কেজিওয়াল শুক্রবার এ কথা জানান।

দলীয় সদস্য সংগ্রহের ১৬ দিনের ক্যাম্পেইনের প্রথমদিনেই অনলাইনে তিনলাখ সদস্য সংগ্রহ করেছে এএপি।

এএপির সদস্য হওয়ার সহজ উপায়ও বাতলে দিয়েছেন কেজরিওয়াল। তিনি একটি ফোন নাম্বার দিয়ে জানান, ওই ফোনে যে কেউ কল করে কিংবা ম্যাসেজ পাঠিয়ে এএপির সদস্য হতে পারবেন।

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনকে সামনে রেখে সদস্য সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে আম আদমি পার্টি। এ লক্ষ্যে শুক্রবার থেকে কয়েকটি শহরে ‘মে ভি আম আদমি’ বা ‘আমিও আম আদমি’ নামে সদস্য সংগ্রহের একটি ক্যাম্পেইন চালু করেছে আম আদমি পার্টি।

সম্প্রতি এএপিতে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তিও যোগ দিয়েছেন। বৃহস্পতিবার টেলিভিশন সাংবাদিক আশুতোষ চাকরি ছেড়ে এএপিতে যোগ দিয়েছেন। এছাড়া নৃত্যশিল্পী ও আন্দোলনকর্মী মীরা স্যান্যাল, ইনফোসিসের সদস্য ভি বালাকৃষ্ণন, এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন গোপীনাথ ও সঙ্গীতশিল্পী রেমো ফার্নান্দেজও এএপিতে যোগ দিয়েছেন। সূত্র: এনডিটিভি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর