thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক লুজারে লোকসানী ফারইস্ট ফাইন্যান্স

২০১৪ জানুয়ারি ১০ ১৭:৫৩:২৫
সাপ্তাহিক লুজারে লোকসানী ফারইস্ট ফাইন্যান্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: তালিকাভুক্তির প্রথম বছরেই লোকসানের কবলে পড়া ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর সপ্তাহজুড়ে কমেছে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে লোকসানে পড়া কোম্পানিটি সাপ্তাহিক লুজারের নমব স্থানে উঠে এসেছে।

গত সপ্তাহে এ শেয়ারের দর ২.৯৯ শতাংশ কমেছে। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১৬.২ টাকায় অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের ৪ কার্যদিবসে এ কোম্পানির মোট ৪ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ১ কোটি ৯৭ হাজার ২৫০ টাকার।

২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে এ কোম্পানি লোকসানে পড়েছে ১১ কোটি ১০ লাখ টাকা বা শেয়ারপ্রতি (০.৮৪) টাকা।

তালিকাভুক্তির ১ম বছরে অন্যকোনো কোম্পানিকে এভাবে লোকসানে পড়তে দেখা যায়নি।

‘এন’ ক্যাটাগরির ফারইস্ট ফাইন্যান্সের মোট ১৬ কোটি ৬১ হাজার ৭৮৬টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৭১.৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৮১ শতাংশ ও বাকি ২৫.৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

কোম্পানি সংবাদ এর সর্বশেষ খবর

কোম্পানি সংবাদ - এর সব খবর