thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শনিবার

২০১৪ জানুয়ারি ১০ ১৮:২১:১৪
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ৮ আসনের ৩৯২ কেন্দ্রের ভোটগ্রহণকে সামনে রেখে আইনশৃ্ঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সকাল ১১টায় আগারগাঁওস্থ এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সভাপতিত্তে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অব স্টাফ, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ডসহ সব ফোর্সের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট আসনের জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত থাকবেন।

তবে ৬ জেলায় আট আসনের নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলায় ১৮ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন অব্যাহত থাকবে।

ইসি সূত্র জানায়, স্থগিত ভোটকেন্দ্রে ১৫ জানুয়ারি থেকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। যাতে এ সব কেন্দ্রে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে। এ জন্য আগে থেকেই সতর্ক করে সংশ্লিষ্টদের নির্দেশনা পাঠিয়েছে ইসি।

এর আগে ৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ২৭ ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এমএস/এসবি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর