thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

মায়ের একি কাণ্ড!

২০১৪ জানুয়ারি ১০ ১৮:২৩:০৪
মায়ের একি কাণ্ড!

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ নারায়ণপুর খলিফারচর এলাকায় এক মা তার তিন শিশুকে নিয়ে পদ্মা নদীতে ঝাপ দেন। এ ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- হামেদা (৫) ও আড়াই বছরের মাহমুদা। এ ছাড়া খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম ও সাইদা (১০) বেঁছে গেছেন।

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার গভীর রাতে পদ্মা নদীতে ঝাপ দেয় তারা। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা সাইদা ও তার মাকে জীবিত উদ্ধার করে। কিন্তু অপর দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে হামেদা ও মাহমুদার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়।

আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন বলেও জানান তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/এনডিএস/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর