thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জামায়াতের আহ্বান

২০১৪ জানুয়ারি ১০ ১৮:৪৩:৪৯
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জামায়াতের আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘু সম্প্রদায়সহ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশি-বিদেশি সাহায্য সংস্থা, বিত্তবান নাগরিক ও শান্তিকামী সামর্থবানদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদেরকেও সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়, বিরোধী দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঘরবাড়ি, ধর্মীয়, সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে এক বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘দেশে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। জামায়াত-ছাত্রশিবিরসহ বিরোধী দল ও নিরীহ মানুষের রক্তে ভাসছে দেশ। প্রতিদিনই নিহত হচ্ছে সাধারণ মানুষ। আহত, পঙ্গুত্বের শিকার হচ্ছে জনগণ। সরকারের নির্দেশে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সরকারের নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়।’

(দ্য রিপোর্ট/কেএ/এসবি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর