thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ফরিদপুরে গণজাগরণ মঞ্চের পথসভা

২০১৪ জানুয়ারি ১০ ১৯:০৩:০৮
ফরিদপুরে গণজাগরণ মঞ্চের পথসভা

ফরিদপুর সংবাদদাতা : গণজাগরণ মঞ্চের সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোডমার্চটি যশোর যাওয়ার পথে শুক্রবার ফরিদপুর শহরে পথসভা করেছে।

পথসভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘সাম্প্রদায়িক গোষ্ঠী জামায়াত-শিবির দেশে নাশকতা সৃষ্টি করে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন করে তারা এ দেশের মানুষকে হত্যা করেছিল তেমন করে আবারও তারা খুনের নেশায় মেতে উঠেছে। দেশকে তারা মৃত্যু উপত্যকায় পরিণত করতে চায়।’

তিনি বলেন, ‘জামায়াত-শিবির আজ সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। তাদের এ উগ্রবাদী কর্মকাণ্ড আর করতে দেওয়া হবে না। উগ্রবাদী এ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়।’ নতুন আইন করে এই সাম্প্রদায়িক শক্তিকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

ইমরান বলেন, ‘ফরিদপুর জেলাটি হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এ জেলাকে অন্য জেলার রোল মডেল হিসেবে বলা যেতে পারে।’

গণজাগরণ মঞ্চের রোডর্মাচটি শুক্রবার বিকেল পাঁচটা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরে এসে পৌঁছালে বিপুল করতালির মধ্যদিয়ে তাদের স্বাগত জানায় ফরিদপুরের নানা পেশার মানুষ।

গণজাগরণ মঞ্চ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বাবুল, আবু সুফিয়ান চৌধুরী কুশল, রফিকুজ্জামান লায়েক, শওকত আলী জাহিদ, খাদিজা বেগম মনি, লাকি আক্তার প্রমুখ।

ফরিদপুর শহর থেকে পথসভা শেষ করার পর রাতে জেলার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পথসভা করবে। পরে গণজাগরণ মঞ্চের রোডমার্চটি যশোরের পথে রওনা হবে।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএইচও/এনডিএস/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর