thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ধর্ষণের পর জীবন্ত দাফন!

২০১৩ অক্টোবর ২৯ ১৫:৩০:৫৮
ধর্ষণের পর জীবন্ত দাফন!

দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক কিশোরীকে ধর্ষণের পর জীবন্ত দাফন করার ঘটনা ঘটেছে। দেশটির আদালত এ নৃশংস হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।

লাহোর থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থিত তোবা তেক সিং জেলার গ্রামের বাসিন্দা সিদ্দিক মোঘল পুলিশকে জানান, তার ১৩ বছর বয়সী মেয়েকে দুইজন অপরিচিত মানুষ অপহরণ করে নিয়ে যায়। এসময় তার মেয়ে কোরআন শিক্ষা কেন্দ্রে যাচ্ছিল।

তিনি জানান, দুর্বৃত্তরা তাকে একটি পরিত্যাক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা তাকে মৃত ভেবে রাস্তার পাশে দাফন করে পালিয়ে যায়।

পরবর্তীতে মেয়েটি তার জ্ঞান ফিরে পাওয়ার পর উপরের মাটি সরিয়ে পথচারীদের কাছে সাহায্য চায়। এসময় পথচারীরা থাকে উদ্ধার করে পাশের গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

স্থানীয় পুলিশ এ হামলার ব্যাপারে মেয়েটির পারিবারকে কোনো সহযোগিতা না করলে লাহোরের আদলত বিষয়টি আমলে নেন এবং জেলা বিচারককে বিষয়টি প্রমাণের নির্দেশ দেন।

জেলা বিচারক পুলিশকে ধর্ষকদের আটক এবং অনতিবিলম্বে আদালতে তদন্ত প্রতিবেদন প্রদানের নিদের্শ দিয়েছেন।

(দিরিপোর্ট২৪/এআইএম/এইচএসএম/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর