thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘শেখ হাসিনার অধীনেই একাদশ নির্বাচন’

২০১৪ জানুয়ারি ১০ ১৯:৩৭:১১
‘শেখ হাসিনার অধীনেই একাদশ নির্বাচন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, একাদশ সংসদ নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে। আলোচনায় আসতে চাইলে জামায়াতকে ত্যাগ করতে হবে। নির্বাচন করতে হলে শেখ হাসিনার অধীনেই করতে হবে। দশম নির্বাচনে আসেন নাই, একাদশ নির্বাচনে যদি করতে চান তবে শেখ হাসিনার অধীনেই করতে হবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কইছিলাম না নির্বাচন হইবো, নির্বাচন হইছে। কইছিলাম শেখ হাসিনার আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হইবো, সংখ্যাগরিষ্ঠ হইছে। খালেদা জিয়া সব হারাইয়া এখন কাইন্দা জারেজার। আপনি সব হারিয়ে এখন বেসামাল হয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পথ বেছে নিয়েছেন।

তিনি বলেন, মন্ত্রিসভায় গঠনের পর কিভাবে শান্তি আনতে হয়, আওয়ামী লীগ তা জানে। সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার করে কিভাবে তাদের শায়েস্তা করতে হয় তা আমরা দেখিয়ে দিবো।

দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, যারা একবার পরাজিত হয়েছিল, তারা বারবার পরাজিত হয়। জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ৫ জানুয়ারির নির্বাচন না করে আপনি (খালেদা জিয়া) আবারো পরাজিত হয়েছেন। আপনি কি অবরোধ দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চান?

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, আমির হোসেন আমু প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর