thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ’

২০১৪ জানুয়ারি ১০ ১৯:৩৯:০৫
‘মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘুসহ সকল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কিন্তু উভয়ই দায়িত্ব পালনে ব্যর্থ।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল বাসার শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পরই যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, ঠাকুরগাওঁয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে যাচ্ছে নির্বাচনবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে।

তিনি সংখ্যালঘুসহ সকল মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কিন্তু উভয়ই দায়িত্ব পালনে ও নিরাপত্তা প্রদানে ব্যর্থ।

সরকার অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যাবতীয় ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে দাবি জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর