thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘সরকার ও ইসিকে জবাবদিহি করা উচিত’

২০১৪ জানুয়ারি ১০ ২০:০২:১৭
‘সরকার ও ইসিকে জবাবদিহি করা উচিত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে সাম্প্রতিক সময়ে সম্প্রদায়িক হামলার জন্য সরকার, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থাগুলোকে জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেছেন নিজেরা করি সংগঠনের সমন্বয়ক খুশি কবির। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিক্ষুব্ধ জনতার ব্যানারে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক ‘বিক্ষোভ সমাবেশে’এ মন্তব্য করেন তিনি।

‘অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশে চাই, হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ এ স্লেগানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন, মানবাধিকার কর্মী শিপ্রা ঘোষ, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিমন্যু কিবরিয়া ইসলাম প্রমুখ।

খুশি কবির বলেন, ‘এ হামলার জন্য সরকার, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থাগুলোকে জবাবদিহি করা উচিত। কারণ রাষ্ট্রের কাজ হচ্ছে দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।’ সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

খুশি কবির আরও বলেন, ‘কী কারণে অমুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তা ভেবে দেখতে হবে। আমরা এ ধরনের ঘটনার বিচার চাই।’

গীতি আরা নাসরিন বলেন, ‘দেশে বর্তমানে যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে তা কোনো ধর্মের জন্য নয়, ধর্মকে পুঁজি করে রাজনীতি করাই তার আসল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘আমরা যদি বুঝতে পারি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্য নিয়ে হামলা চালানো হচ্ছে, তবে আমাদের দায়িত্ব হচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’

ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘আমরা সাম্প্রদায়িক হামলার স্থায়ী সমাধান চাই। স্থানীয় প্রশাসন অমুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এ জন্য তাদের জবাবদিহি করা উচিত। জবাবদিহি করা না হলে কোনো দিন এ হামলা বন্ধ হবে না।’

(দ্য রিপোর্ট/ এএইচএস/এনডিএস/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর