thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘দলের প্রধান হিসেবে খালেদা নিরাপত্তা পাবেন’

২০১৪ জানুয়ারি ১০ ২০:৩৪:০৯
‘দলের প্রধান হিসেবে খালেদা নিরাপত্তা পাবেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, দেশের বড় একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে প্রাপ্য পুলিশি নিরাপত্তা পাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য তার বাসার সরকারি প্রটোকল সরিয়ে নেওয়ার পর নিয়মিত কিছু নিরাপত্তাকর্মী নিরাপত্তা দেখভাল করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে পুলিশ কর্তৃপক্ষ বলছে, প্রত্যেক নাগরিকের অধিকার আছে- তিনি যদি নিজের নিরাপত্তার জন্য পুলিশের প্রয়োজন অনুভব করেন তাহলে তাকে এ ব্যাপারে আবেদন করতে হবে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, একটি বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে খালেদা জিয়ার বাসায় যতটুকু নিরাপত্তা দরকার ঠিক ততটুকুই নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ।

ডিএমপি মুখপাত্র বলেন, সে ক্ষেত্রে সরকার যদি মনে করে তার নিরাপত্তা বাড়ানো দরকার, তাহলে তা বাড়ানো হবে। একইসঙ্গে রাজনৈতিক সহিংসতা বা কোনো ধরনের নাশকতার আশঙ্কা থাকে তাহলে ডিএমপি খালেদা জিয়ার বাসা, তার কার্যালয় বা অন্য কোথাও নিরাপত্তা জোরদার করতে পারে। রাজনৈতিক দলনেতা হিসেবে তার প্রাপ্য অধিকার, নিরাপত্তা গণ্য করা হবে।

এদিকে সরকারের একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটবর্জন ও নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আর বিরোধীদলীয় নেতা নেই বলে জানিয়েছেন সরকারি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সরকারি দলের এই মুখপাত্রের বক্তব্যের পর যে কোনো সময়, যে কোনো দিন খালেদা জিয়ার সরকারি প্রটোকল সরিয়ে নেবে পুলিশ। বিষয়টি বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা টিম উদ্বিগ্ন বলে জানা গেছে।

এ ছাড়া নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গুলশান-২ এলাকার খালেদা জিয়ার বাসা ফিরোজাতে দু’দিন আগে দশটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

সে পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) আবদুল মজিদ ২২ জন আনসার সদস্য চেয়ে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে খালেদা জিয়ার বাসভবন ও রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট আনসার কর্মকর্তারা।

এ ব্যাপারে আনসার-ভিডিপির সদর দফতরে যোগাযোগ করা হলে জানানো হয়, বুধবার দুপুরে সদর দফতরের নির্দেশনা অনুযায়ী গুলশান থানার আনসার-ভিডিপির কর্মকর্তা কাজী আহসানুল হক খালেদা জিয়ার বাসভবন পরিদর্শন করেন। পরে তিনি একটি প্রতিবেদনও পাঠিয়েছেন। এখন সদর দফতর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কাজী আহসানুল হক এ প্রসঙ্গে বলেন, সদর দফতরের চিঠি পেয়ে বিরোধীদলীয় নেতার বাসভবন পরিদর্শন শেষে একটি রিপোর্ট পাঠিয়েছি। এখন সেখান থেকে পরবর্তী নির্দেশনা আসবে।

আনসার চেয়ে আবেদনের বিষয়ে জানতে খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) আবদুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে খালেদা জিয়ার বাসভবনে নিরাপত্তা নিয়ে দ্য রিপোর্টকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় ও নাশকতার আশঙ্কা না থাকায় তার বাসার সামনে থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলে আবারও তা বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, দশম সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদ ভবনে শপথ গ্রহণ করেন।

শপথ বাক্য পাঠ করাবেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ কারণে নতুন সরকার গঠনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধীদলীয় নেতা থাকছেন না। ফলে বিরোধীদলীয় নেতার সরকারি প্রটোকল পাবেন না তিনি। একইসঙ্গে তার বাসভবন ও রাজনৈতিক কার্যালয়েও সরকারের পক্ষ থেকে কোনো নিরাপত্তারক্ষীও থাকবে না।

(দ্য রিপোর্ট/টিএস-কেজেএন/এসবি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর