thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘ট্রেনে উঠবেন, নাকি পাকিস্তান যাবেন’

২০১৩ অক্টোবর ২৯ ১৫:৪১:০৭
‘ট্রেনে উঠবেন, নাকি পাকিস্তান যাবেন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘সংলাপের ট্রেন ফেল করলে বিরোধীদলীয় নেত্রী গণতন্ত্রের ট্রেনও ফেল করবেন। আপনি ভেবে দেখুন সংলাপের ট্রেনে উঠবেন নাকি জামায়াতের, হেফাজতের, যুদ্ধাপরাধীদের ট্রেনে করে পাকিস্তান যাবেন?’

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া শুধু হরতাল আহ্বান করেই থেমে থাকেননি, তিনি নাশকতা-অন্তর্ঘাত উস্কে দিয়েছেন। হরতালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এছাড়া চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ, পার্কিং করা গাড়ি পুড়িয়ে দেওয়া, বিআরটিসির ডিপোর ভেতর ঢুকে গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তিনি নিজেকে (খালেদা জিয়া) “নাশকতার রাণী”, “প্রতিহিংসার রাণী”, “সন্ত্রাসের রাণী” হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘টকশোতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

সংবাদিকদের উপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গভীরভাবে কথা হয়েছে জানিয়ে ইনু বলেন, ‘এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

বিএনপি না এলে সরকার এককভাবে নির্বাচন করবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘একক নির্বাচন বলে কিছু নেই। সাংবিধানিকভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ব্যর্থ কিনা- এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘সারা দেশে চোরাগোপ্তা, বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হামলা হচ্ছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। তবে আমরা উদ্বিগ্ন। পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।’

দুই নেত্রীর ফোনালাপ প্রকাশিত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দু-নেত্রীর কথোপকথন রাষ্ট্রীয় বিষয়, এটি রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় বিষয় হিসেবে এটি জানার অধিকার জনগণের আছে।’ তবে সরকার এটি প্রকাশ করেনি বলেও দাবি করেন তিনি।

জাসদ সভাপতি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর টেলিফোন সংলাপ মিঠে-কড়া হলেও সংলাপের পথ উন্মুক্ত রয়েছে। আমি বেগম জিয়াকে আবারও আহ্বান জানাই, নাশকতা বন্ধ করুন, হরতাল প্রত্যাহার করুন, সংলাপে বসুন।’

(দিরিপোর্ট২৪/রানা মাসুদ/আইজেকে/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর