thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আশুলিয়ায় দুই শ্যালিকা অপহরণ, দুলাভাই আটক

২০১৪ জানুয়ারি ১০ ২২:৩৫:৪৩
আশুলিয়ায় দুই শ্যালিকা অপহরণ, দুলাভাই আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অপহরণের ৪ দিন পর যমজ দুই বোনকে উদ্ধার করেছে পুলিশ। এরা হলো- আয়েশা (৯) ও খাদিজা (৯)। এ ঘটনায় অপহরণকারী দুলাভাই কাবিল মোল্লাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় দুই বোন উদ্ধারসহ কাবিল মোল্লাকে (২৬) আটক করে পুলিশ। তাকে শনিবার অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ৬ জানুয়ারি দুপুরে ঘোষবাগ এলাকার মাজিদুন নেছা মহিলা মাদ্রাসা থেকে আয়েশা ও খাদিজাকে অপহরণ করে তাদেরই দুলাভাই কাবিল মোল্লা। কয়েক বছর আগে তাদের বড় বোন পোশাক শ্রমিক সুমি আক্তারকে বিয়ে করে কাবিল মোল্লা।

বিয়ের পরই তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকত। এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি সুমি আক্তার রাগ করে স্বামীর বাড়ি থেকে চলে আসেন। পরে ৬ জানুয়ারি দুপুরে কাবিলা সুমির যমজ দুই বোনকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় সুমির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অপহণরকারীর অবস্থান শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় সাভারের আড়াপাড়ায় অভিযান চালিয়ে অপহৃত দুই শিশুকে উদ্ধার করে। সেই সঙ্গে অপহরণকারী কাবিল মোল্লাকেও আটক করে পুলিশ।

গ্রেফতার কাবিল মোল্লা ফরিদপুর জেলার মধুখালী থানার চর বরবুড়িয়া গ্রামের আবুল মোল্লার ছেলে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর