thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

গণজাগরণ মঞ্চের কর্মীরা যশোরে

২০১৪ জানুয়ারি ১০ ২২:৫৪:১৭
গণজাগরণ মঞ্চের কর্মীরা যশোরে

যশোর সংবাদদাতা : গণজাগরণ মঞ্চের কর্মীরা যশোর পৌঁছেছেন। শহরের খাজুরা বাসস্ট্যান্ডে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে তারা পৌঁছান। সেখান থেকে তারা সরাসরি রাতযাপনের জন্যে বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র ডরমেটরিতে যাবেন।

মঞ্চের কর্মীদের বহরে ৮টি বাস, ৮টি মাইক্রোবাস ও পুলিশের দুটি পিকআপ ভ্যান রয়েছে। বহরে চার শতাধিক কর্মী রয়েছে বলে জানা যায়।

গণজারণ মঞ্চের যশোরের অন্যতম সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার দাস দ্য রিপোর্টকে জানান, শনিবার সকাল ১০টার দিকে তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়ার উদ্দেশে শহর ত্যাগ করবেন।

গণজাগরণ মঞ্চের কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ। সেখানে তারা একটি সংহতি সমাবেশও করবেন।

এরপর সেখান থেকে ফিরে যশোর শহরের চিত্রামোড়ে বিকেল সাড়ে তিনটায় তাদের গণসমাবেশ করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি ভোট শেষে সন্ধ্যায় অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। হামলায় ২০/২৫টি বাড়িসহ দোকানপাট ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার তদন্তে এডিসিকে (শিক্ষা) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, বিজিবির রিজিয়ন কমান্ডার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন ইউসুফ প্রমুখ।

বর্তমানে ওই এলাকার মানুষের নিরাপত্তার জন্যে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এমএআর/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর