thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

মেহেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৬

২০১৪ জানুয়ারি ১১ ০০:৪৫:৫০
মেহেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৬

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরে পৃথক সড়ক দূর্ঘটানায় দু’জন নিহত এবং ৬জন আহত হয়েছেন। শুক্রবার জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এ ছাড়া মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর কবরস্থান সংলগ্ন এলাকায় গাছের ডাল ভেঙ্গে পড়ে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর বাজার থেকে কাপড় বিক্রি করে আলগামন (শ্যালোমেশিন চালিত বাহন) যোগে নিজ গ্রামে ফিরছিলেন আলিমূল ইসলাম। তিনি মেহেরপুর কুষ্টিয়া সড়কের মালশাদহ এলাকায় পৌঁছালে আলগামন ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শামীম রেজা বলেন, পাশাপাশি দু’টি আলগামন ওভারটেকিং করতে গিয়ে একটি আলগামন উল্টে গেলে ঘটনাস্থলেই আলিমূল ইসলাম নিহত হন।

গাংনী থানার ওসি মাছুদুল আলম সড়ক দূর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।নিহত আলিমূল ইসলাম (২২) গাংনী উপজেলার বাওট গ্রামের পীরজাদা ফজলুল করীমের ছেলে।

আহতরা হলেন, বাওট গ্রামের সাহাবুল ইসলামের ছেলে শামিম রেজা (১৭), নিহত আলিমূল ইসলামের বড় ভাই আসাদুজ্জামান (২৬), মটমুড়া গ্রামের কাপড় ব্যবসায়ী ফরিদ হোসেন (২৮) ও হবিবুর রহমান (২৫)। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর কবরস্থান সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেলের ওপর গাছের ডাল ভেঙ্গে পড়ায় ঘটনাস্থলে মারা গেছেন সেলুন ব্যবসায়ী বাপ্পী মন্ডল (২৪)। আহত হয়েছেন সাথে থাকা সুমন মন্ডল।

শুক্রবার রাত ৯টার দিকে মুজিবনগর বাজার থেকে দোকান বন্ধ করে পুনা মলেন্ডর ছেলে বাপ্পী মন্ডল একই গ্রামের সুকুমার মন্ডলের ছেলে সুমন মন্ডলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি বল্লভপুর কবরস্থানের কাছে আসলে সড়কের পাশের একটি মেহগনি গাছের ডাল তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকার লোকজন ছুটে এসে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গ্রামে নিয়ে যান। এ ঘটনায় আহত হন সাথে থাকা সুমন মন্ডল।

(দ্য রিপোর্ট/এমআর/ডব্লিউএন/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর