thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৩ ডাকাতকে পুলিশ সোপর্দ

২০১৪ জানুয়ারি ১১ ০৭:১৮:০৫
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৩ ডাকাতকে পুলিশ সোপর্দ

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে গ্রামবাসী। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। আটক ৩ ডাকাতকে পুলিশের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী।

আটকৃতরা হলো, মো. কিরণ (২৬), বেলাল হোসেন (৩০) ও সায়েফ উল্লাহ (৩২)। তাদের সবার বাড়ি সদর উপজেলার চরমুটয়া এলাকায়।

এ ব্যাপারে এলাকাবাসী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরাশগঞ্জ গ্রামের চৌরাস্তা বাজারের পাশে মো. খালেকের বাড়িতে রাত ১১ টার দিকে ১০/১২ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় ডাকাতির চেষ্টাকালে গৃহকর্ত্রীর আর্তচিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি ছুরি, একটি দামা ও ডাকাতির অন্যান্য মালামাল আটক করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, আটক হওয়া তিন ডাকাতকে জনতা ধরে পুলিশে সোর্পদ করে। তাদের বিরুদ্ধে ডাকাতি আইনে মামলা দায়ের করার পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এমআরএস/ডব্লিউএন/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর