thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

মাওয়ায় পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান

২০১৪ জানুয়ারি ১১ ০৮:০৫:০৯
মাওয়ায় পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় আছে সহস্রাধিক যানবাহন।

শুক্রবার রাত পৌনে ১টায় মাওয়া প্রান্ত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার কারণে পদ্মার মাগুরখণ্ড ও হাজরা চ্যানেলে তিন শতাধিক যানবাহন নিয়ে ১০টি ফেরি নোঙর করে রাখা হয়েছে ।

বিআইডব্লিউটিসি মাওয়ার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের মধ্যে কুয়াশা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১২টায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১২টার দিকে কুয়াশা বাড়তে থাকলে মাঝ পদ্মায় রো রো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, রীশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কাকলি, প্রবাল, রানীক্ষেতসহ ১০টি ফেরি নোঙর করতে হয়। এরপর পৌনে ১টার দিকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি চলাচল।

হাইওয়ে পুলিশের মাওয়া কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক মো. সাহাদাত হোসেন রাত ১টার দিকে জানান, উভয় প্রান্তে এখনও পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

তিনি জানান, নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর আটকে পড়া যানবাহনের সংখ্যা উভয়পাড়ে বৃদ্ধি পাচ্ছে। নৌরুট চালু না হওয়া পর্যন্ত সৃষ্ট যানজট নিরসন হওয়া সম্ভব নয়।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর