thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

ঢাকা-আরিচা সড়কে গার্মেন্টসকর্মীদের অবরোধ

২০১৪ জানুয়ারি ১১ ১০:৩০:১৬
ঢাকা-আরিচা সড়কে গার্মেন্টসকর্মীদের অবরোধ

মানিকগঞ্জ সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় বর্ধিত বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছেন তারাশিমা গার্মেন্টসের কর্মীরা। এ সময় মহাসড়কে সব যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। শনিবার সকাল ৯টা থেকে চলে গার্মেন্টসকর্মীদের এ কর্মসূচি।

গার্মেন্টস কর্মীরা জানান, সরকার কর্তৃক ঘোষিত বেতন না দেওয়ায় তারা এ বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার একই দাবিতে কর্মীরা বিক্ষোভ করলেও মালিকপক্ষের হস্তক্ষেপে তারা বিক্ষোভ উঠিয়ে নেন। শনিবার সকালে কাজে যোগ দিয়ে বেতনের কথা মালিকপক্ষকে জানিয়ে কোনো উত্তর না পেয়ে তারাশিমা গার্মেন্টসের সব কর্মী বিক্ষোভে নেমে পড়েন। পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, পরিস্থিতি খুব ভয়াবহ। কর্মীরা বিক্ষোভ করছেন। কথা বলে তাদের শান্ত করার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনইউ/এএস/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর