thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

বিশ্বনাথে মাইক্রোচালক-ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৫

২০১৪ জানুয়ারি ১১ ১১:৪৯:৫২
বিশ্বনাথে মাইক্রোচালক-ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৫

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে মাইক্রোবাস চালক-ব্যবসায়ীদের মধ্যে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছে। সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। উপজেলা সদরের পুরান বাজারে শনিবার সকাল ১১টা ২৫ মিনিট থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় এক ঘণ্টা।

প্রত্যদর্শীরা জানান, উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে পুরান বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় বাজারে অবস্থিত পথচারী-ক্রেতাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ উপজেলা সদরে অবস্থান নিয়ে ঘণ্টাখানেক মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলা সদরের পুরান বাজার বণিক সমিতি এক প্রতিবাদ সভার ডাক দেয়। উপজেলা সদরের ব্যবসায়ীদের বাজারের লতিফ উল্লা মার্কেটে যাওয়ার জন্য মাইকিং করা হয়ে।

বিশ্বনাথ থানার এসআই আবু সাঈদ দ্য রিপোর্টকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় পুলিশ উপজেলা সদরের বিভিন্ন পয়েন্ট অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/আরকে/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর