thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

সাতক্ষীরায় মহিলাসহ ১৪ জন গ্রেফতার

২০১৪ জানুয়ারি ১১ ১২:০৮:৪৮
সাতক্ষীরায় মহিলাসহ ১৪ জন গ্রেফতার

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া ও দেবহাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কমপক্ষে ১৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কলারোয়ায় ১০ ও দেবহাটায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা সৃষ্টিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, কলারোয়ার বিভিন্ন এলাকা থেকে এন্তাজ আলী, আব্দুর রাজ্জাক, শামিরুল ইসলাম, মিলন, নুরুজ্জামান, মমিন, আসগর আলী, ফৌরদৌসী বেগম, আসাদুজ্জামান ও আবুল কাসেমকে গ্রেফতার করা হয়। তারা সবাই জামায়াতকর্মী। তাদের বিরুদ্ধে নিয়মিত একাধিক মামলাসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

এ ছাড়া দেবহাটা থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধেও সরকারবিরোধী ষড়যন্ত্রসহ সহিংসতার অভিযোগ রয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস চারজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/এএল/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর