thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

স্পিকারের কার্যালয়ে শপথ নিলেন এরশাদ

২০১৪ জানুয়ারি ১১ ১২:২১:২২
স্পিকারের কার্যালয়ে শপথ নিলেন এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে তাকে শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে এরশাদকে বহনকারী একটি গাড়ি জাতীয় সংসদের ড্রাইভ ওয়ে দিয়ে প্রবেশ করে। সংসদের এই পথ দিয়ে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের উপনেতার গাড়ি প্রবেশ করে। এরশাদ স্পিকারের লিফট ব্যবহার করেন ও পায়ে হেঁটে স্পিকারের কার্যালয়ে প্রবেশ করেন। স্পিকার শিরীন শারমিনের সঙ্গে এরশাদ হাসোজ্জ্বল মুখে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুর সোয়া বারোটার দিকে তিনি একই পথে সংসদ ভবন থেকে বের হয়ে যান।

এদিকে এরশাদের শপথ গ্রহণ ঘিরে স্পিকারের কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

৯ জানুয়ারি সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের অধিকাংশই জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ নেন। এরশাদ শপথ নিলেন জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে।

৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির ৩৩ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৯ জানুয়ারি ৩১ জন শপথ নিলেও, শপথ নেওয়া থেকে বিরত থাকেন হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমডি/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর