thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ওরা মানুষ নামের কলঙ্ক, পশু : নাহিদ

২০১৪ জানুয়ারি ১১ ১৩:১২:৫৭
ওরা মানুষ নামের কলঙ্ক, পশু : নাহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা নিজেদের স্বার্থে আমাদের ছেলে-মেয়েদের ওপর আক্রমণ করে, যারা ৫৩১টি স্কুল পুড়িয়ে দেয় তারা মানুষ নামের কলঙ্ক, পশু।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শনিবার দুপুর ১২টায় নির্বাচনী সহিংসতায় দগ্ধ গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা কলেজের প্রভাষক সাইদুল ইসলামকে দেখে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাইদুল ইসলাম পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন। এ সময় শিক্ষামন্ত্রী দগ্ধ অন্য রোগীদেরও খোঁজখবর নেন।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশের কিছু মানুষের অমানবিক, পশুসুলভ ও মানবতাবিরোধী কার্যকলাপের জন্য দগ্ধ হয়ে এ সব রোগী আজ বার্ন ইউনিটে অসহনীয় দিন কাটাচ্ছেন।’

তিনি বলেন, ‘গত এক বছর ধরে দেশের কিছু লোক স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ভণ্ডুল করতে সবকিছুর মধ্যেই তাদের ইস্যুটি নিয়ে আসছে। দেশের মানুষ আজ বিপদের সম্মুখীন।’

‘আন্দোলন করা আমাদের দেশের খুবই পুরনো ঐতিহ্য’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘গত এক বছর ধরে দেখছি, আমাদের দেশের মানুষকে পেট্রোলবোমা দিয়ে হত্যা করা হচ্ছে। মূল উদ্দেশ্য নিজেদের স্বার্থ হাসিল করা, যুদ্ধাপরাধীদের রক্ষা করা।’

তিনি বলেন, ‘দেশের জামায়াত-শিবির ও একটি বড় দল বিএনপি এক হয়ে দেশের মানুষকে পেট্রোলবোমা দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করছে। এটি অত্যন্ত অমানবিক, অসহনীয়, অবাঞ্ছনীয়। যারা এ ধরনের হামলা চালাচ্ছে, আমাদের ছেলেমেয়ের ওপর আক্রমণ করছে, ৫৩১টি স্কুল পুড়িয়ে দিয়েছে, তারা মানুষ নামের কলঙ্ক, পশু।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওই সব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। এক এক করে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি এ সময় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।’

‘সংখ্যালঘুরাও মানুষ’ উল্লেখ করে তিনি বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই এ দেশের জনগণ। তাদের অপরাধ, তারা ভোট দিতে গিয়েছিলেন। এ কারণে তাদের ওপর হামলা হলো- এটা সমগ্র জাতির ওপর হামলা।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/এএল/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর