thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘মানবতাই পারে সাম্প্রদায়িক হামলা থামাতে’

২০১৪ জানুয়ারি ১১ ১৩:৫৯:২৯
‘মানবতাই পারে সাম্প্রদায়িক হামলা থামাতে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সাম্প্রদায়িকতার ওপর হামলা থামাতে হবে মানবতা দিয়ে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে এমন মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ-প্রশাসন থাকা সত্ত্বেও যশোরে সাম্প্রদায়িক হামলা হয়েছে। গণমাধ্যমে আমরা দেখেছি, পুলিশ-প্রশাসন বলেছে তারা নির্বাচনের কাজে ব্যস্ত ছিল।

তিনি সরকারকে প্রশ্ন করে বলেন, আপনারা ৫ বছর দেশ পরিচালনার পরও কেন সাম্প্রদায়িক হামলা ঠেকাতে পারেন না।

তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, আপনারা সাম্প্রদায়িকতার বাতাস দিয়ে গণতন্ত্রের ব্যবসা করবেন না।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সংঘাত করবে তাদের কোনো দল নেই। দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইফতেকার আহমেদ, আবুবকর সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

(দ্য রিপোর্ট/এমএম/এমডি/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর