thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

আজরাইল গ্রেফতার, অস্ত্র উদ্ধার

২০১৪ জানুয়ারি ১১ ১৪:০২:০২
আজরাইল গ্রেফতার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম সংবাদদাতা : আজরাইলখ্যাত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যা মামলার তালিকাভুক্ত প্রধান আসামি আরসেল ওরফে আজরাইলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়।

চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, রাত ১টার দিকে সিআরবি এলাকায় সঙ্গীদের নিয়ে আজরাইল অবস্থান করছিল- এমন খবর আসে পুলিশের কাছে। এ সময় পুলিশ সিআরবি এলাকা ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আজরাইল ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আজরাইল আহত হয়। পরে তাকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হন।

ছিনতাইয়ে বাধা দেওয়ায় গত নভেম্বরে নগরীর টাইগারপাস এলাকায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য আবদুল কাইয়ুমকে ছুরিকাঘাতে খুন করে সন্ত্রাসীরা।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর