thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘খালেদা জিয়াকেও অভিযুক্ত করা হবে’

২০১৪ জানুয়ারি ১১ ১৪:০৭:১৯
‘খালেদা জিয়াকেও অভিযুক্ত করা হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকেও অভিযুক্ত করা হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি এই অপরাধ থেকে বিরত থাকুন। অন্যথায় আপনি যত বড় নেতাই হোন না কেন আপনাকেও বিচারের আওতায় আনা হবে। সংখ্যালঘুদের ওপর হামলাকরী দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। তাই বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের বিচার হচ্ছে। আজ আপনারা যারা নতুন করে নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করছেন, আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

‘ষড়যন্ত্র এখনও চলছে’ উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।’

‘ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করি না’ দাবি করে বিরোধী দলের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জনগণকে অবরুদ্ধ করে ক্ষমতায় আসার চেষ্টা করবেন না। এটি করলে এখন যেভাবে আত্মগোপনে আছেন, এরপর আত্মগোপনের গভীর কূপে নিমজ্জিত হবেন।’

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/শাহ/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর