thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

নারায়ণগঞ্জে তরুণীর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১১ ১৫:১৩:৪২
নারায়ণগঞ্জে তরুণীর মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যার তামাকপট্টি এলাকায় আবাসন প্রকল্পের ভেতর থেকে গাছে ঝুলন্ত এক তরুণীর (২৪) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় তামাকপট্টি এলাকায় আয়ান নামের একটি আবাসিক প্রকল্পের ভেতরে একটি গাছে তরুণীর ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে সংবাদ দেন এলাকাবাসী। পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের দ্য রিপোর্টকে জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সদর মডেল থানার এসআই শাহনুর দ্য রিপোর্টকে জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। মৃতদেহের পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এআর/এএস/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর