thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

জীবননগরে জামায়াতের সাত নেতাকর্মী আটক

২০১৪ জানুয়ারি ১১ ১৫:২৩:৩৯
জীবননগরে জামায়াতের সাত নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, ভোরে জীবননগর উপজেলার করচাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে একই গ্রামের তাহাজ্জেলের ছেলে জামায়াতের ইউনিয়ন সহ-সভাপতিসহ সাতজনকে আটক করা হয়।

আটকরা হলেন- আলতাফ উদ্দিন, জামায়াত নেতা নাসির উদ্দীন, ফরজ আলী, ফারুক, জামায়াতকর্মী বকুল, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ওসমান আলী ও ঝিনাইদহ জেলার সাবদালপুর গ্রামের আজির বকস। দুপুর ১টায় তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআর/এএস/আরকে/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর