thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

২০১৪ জানুয়ারি ১১ ১৬:০১:৫৯
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিবেদক : সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন, লুটপাট ও হামলা এবং দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা কর্মচারি ফোরাম।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সেনাবাহিনী ও যৌথবাহিনী কর্তব্যরত থাকার পরও সংখ্যলঘুদের বাড়িঘরে লুটপাট ও ভাংচুর হচ্ছে। সরকারি দলের লোকজনই ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা করছে।

ফোরামের আহ্বায়ক সৈয়দ কামরুল আহছানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন, অফিসার সমিতির সাবেক সভাপতি আয়নাল হক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম সেলিম, ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহছান প্রমুখ বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/এএস/এসবি/আরকে/ এনআই/জানুয়ারি ১১, ২০০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর