thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

`স্বপ্নদল'-এর সেলিম আল দীন স্মরণোৎসব

২০১৪ জানুয়ারি ১১ ১৬:২১:৪০
`স্বপ্নদল'-এর সেলিম আল দীন স্মরণোৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবীন্দ্র-উত্তরকালের সবচেয়ে প্রভাবশালী নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী আগামী ১৪ জানুয়ারি। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৩ থেকে ১৬ জানুয়ারি শিল্পকলা একাডেমীতে আয়োজন করেছে চারদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৪’।

সেলিম আল দীনকে নিয়ে স্বপ্নদলের উদ্যোগে অষ্টমবারের মতো আয়োজিত এবারের উৎসবের স্লোগান- ‘ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে সেলিম আল দীন, বাংলা নাট্য কভু নয় দীনহীন’। স্বপ্নদলের দলপ্রধান ও সেলিম আর দীন স্মরণোৎসবের আহ্বায়ক জাহিদ রিপন শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-

সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস ১৩ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে থাকবে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন অভিনেতার দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার।

সেলিম আল দীনের ভক্তানুরাগীরাসহ ১৭টি নাট্যদলের ১৭ জন নবীন নাট্যকর্মী এতে তাদের অভিমত উপস্থাপন করবেন। প্রশ্নোত্তর পর্বে সেলিম আল দীনের নাট্যাভিনয় বিষয়ক প্রশ্নের জবাব দেবেন শিমূল ইউসুফ। আলোচনা করবেন নাসির উদ্দীন ইউসুফ, এস এম মহসীন, বেগমজাদী মেহেরুন্নেসা, লুৎফর রহমান, ঝুনা চৌধুরী প্রমুখ প্রবীণ নাট্যজন।

চারদিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮ টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাত্রা ও সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি অর্পণ।

১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিন্টোল থিয়েটার হলে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ মঞ্চায়ন অুনষ্ঠিত হবে। প্রদর্শনীতে অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী।

উৎসবের শেষদিন ১৬ জানুয়ারি বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়িত হবে।

উৎসবের সমাপনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসবে সেলিম আল দীনকে উৎসর্গ করে রচিত সঙ্গীত-কোরিওগ্রাফি পরিবেশনা, পোস্টার-আলোকচিত্র-ভিডিও প্রদর্শন করা হবে। এ ছাড়া তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএ/আইজেকে/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর