thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

বিশ্বনাথে জমি নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

২০১৪ জানুয়ারি ১১ ১৬:৪২:৩৭
বিশ্বনাথে জমি নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত আহতের খবর পাওয়া গেছে। শনিবার বেলা ১টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামের তজম্মুল আলীর লোকজন ও একই গ্রামের তারেক আজিজ পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

উভয় পক্ষের আহতরা হলেন- লুৎফুর রহমান, ফজলু মিয়া, আজম আলী, রহমত আলী, আইয়ুব আলী, আরশ আলী, সিরাজ মিয়া, রইছ আলী, মহব্বত আলী, সুরমান, তারেক আজিজ, আবদুল মছব্বির, ছখা মিয়া, আবদুল হক, আবদুর নুর, জয়নাল, মৌরশ, তরিকুল ইসলাম, গোলজার ইসলাম, মাসুক, আবদুল হান্নান, হুশিয়ার আলী, দুদু মিয়া, আবুল কালাম ও জয়নাল আবেদিন। অন্য আহতদের নাম জানা যায়নি। এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তজম্মুল আলী ও তারেক আজিজের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। এ ব্যাপারে তারেক আজিজ বলেন, আমাদের জায়গায় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ঘর নির্মাণ করতে আসে। এতে বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হন।

তজম্মুল আলী বলেন, প্রতিপক্ষের কাছ থেকে জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করতে চাইলে তারা বাধা দেয়। এরই জের ধরে কথাকাটাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী দ্য রিপোর্টকে বলেন, বিষয়টি এলাকাবাসীকে নিয়ে আপোস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা বিশ্বনাথ থানার এসআই আবু সাঈদ দ্য রিপোর্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এপি/আরকে/জানুয়ারি ১১, ২০১৪)






পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর