thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘সংখ্যালঘুদের ওপর হামলা করছে সরকারি দল’

২০১৪ জানুয়ারি ১১ ১৬:৫২:২৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘুদের ওপর হামলা করছে সরকারি দল বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

রুহুল আমিন গাজী বলেন, ৫ জানুয়ারিতে ৫ ভাগ ভোটও জনগণ দেয়নি। কিন্তু নির্বাচন কমিশন বললেন, ৪০ ভাগ ভোট দিয়েছেন জনগণ। তাদের এই কথা থেকেই বুঝা যায় ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন হয়েছে। আপনারা এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে আবার নির্বাচন দিন।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর যে হামলা করা হয়েছে, আমরা চায় না তার তদন্ত আপনারা করুন। কেননা, এই সংখ্যালঘুদের ওপর হামলা আপনারাই করেছেন। আর হামলাকারীরা কখনও তদন্ত করতে পারে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, কবি আব্দুল হাই সিকদার, ড. মুহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর