thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জবি ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, স্কুলশিক্ষার্থী আহত

২০১৪ জানুয়ারি ১১ ১৭:১৮:০৭
জবি ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, স্কুলশিক্ষার্থী আহত

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সামনে শনিবার বিকেল সাড়ে চারটায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পারভেজ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুল হক অনন্য দ্য রিপোর্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী পারভেজের সাইকেলের সামনে বিস্ফোরিত হয়। আহত পারভেজকে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমএইচও/জেএম/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর