thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঢামেকে ট্রলি থেকে পড়ে রোগীর মৃত্যু

২০১৪ জানুয়ারি ১১ ১৭:২৬:২৪
ঢামেকে ট্রলি থেকে পড়ে রোগীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলি থেকে পড়ে গিয়ে লুৎফর রহমান (৫২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত লুৎফর রহমান মতিঝিল-এর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মী আব্দুর রাজ্জাক তাকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগ থেকে রশিদ কেটে ডাক্তারের কাছে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমজাদ হোসেন তাকে নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজি করতে বলেন।

এক আনসার সদস্যের সহা্য়তায় তাকে একটি ট্রলিতে করে আব্দুর রাজ্জাক একাই পুরান ভবনের দ্বিতীয়তলায় ইসিজি করার জন্য নিয়ে আসার চেষ্টা করেন। ইসজি রুমের সামনে আসলে ট্রলি থেকে পড়ে যান লুৎফর রহমান। ওখানে কর্মরত আনসার সদস্য আব্দুল হালিমের সহযোগিতায় তাকে ইসিজি রুমে নিয়ে যাওয়া হয়। ইসিজি করার সময় কর্তব্যরত ডাক্তার আজিজুল হক বেলা সাড়ে ৪টার সময় তাকে মৃত ঘোষণা করেন। ট্রলি থেকে পড়ে গিয়ে তার নাক এবং কপাল কেটে যায়।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর