thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

বাংলাভিশনে প্রচার হবে অনিমেষ আইচের ‘তুমি’

২০১৪ জানুয়ারি ১১ ১৮:০৬:৩৫
বাংলাভিশনে প্রচার হবে অনিমেষ আইচের ‘তুমি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ধারাবাহিক নাটক ‘তুমি’। ২৪ জানুয়ারি ধারাবাহিকটির প্রচার শুরু উপলক্ষে বাংলাভিশনের সৌজন্যে রাজধানীর এক রেস্টুরেন্টে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, পরিচালক অনিমেষ আইচ, অভিনেতা ফারুক আহমেদ, ভাবনা, ডায়না ও বাংলাভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই ধারাবাহিক সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ বলেন, ‘আমরা সবসময়ই ভিন্ন ধরনের আয়োজন করে থাকি। এর আগে রম্য ধাঁচের গল্প নিয়ে কাজ করেছি। এবার অনিমেষ আইচকে দিয়ে ফ্যামিলি ড্রামা নির্মাণ করলাম।’

নাটকটি প্রসঙ্গে পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘একটি মেয়ের গল্প ‘তুমি’। এখানে সে তার মৃত বোনকে দেখতে পায়। বাকিটা দর্শক দেখলেই বুঝতে পারবেন।’

সংবাদ সম্মেলনে আসা অভিনেতা ফারুক আহমেদ বলেন, ‘আমি সবসময় যে ধরনের কাজ করি, এখানেও তার ব্যতিক্রম নয়। দর্শকদের হাসানোর জন্য আমাকে নেওয়া হয়। কিন্তু আমি সিরিয়াস কাজও করতে চাই।’

অভিনেত্রী ভাবনা নাটকটি সম্পর্কে বলেন, ‘অনিমেষ দার সঙ্গে কাজ করে অনেক মজা পেয়েছি। নাটকটিতে আমি শান্ত-ভদ্র এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এখানে আমি বাড়ির ছোট মেয়ে।’

বাংলাভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ বলেন, ‘নাটকটি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।’

‘তুমি’ ধারাবাহিকে অভিনয় করেছেন- দিলারা জামান, হাসান ইমাম, আবুল হায়াত, লায়লা হাসান, রিচি সোলায়মান, দীপান্বিতা হালদার, ফারুক আহমেদ, ভাবনা, ডায়না প্রমুখ।

(দ্য রিপোর্ট/আইএফ/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর