thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রওশনকে বিরোধীদলীয় নেতা করে গেজেট

২০১৪ জানুয়ারি ১১ ১৮:৪৭:৪১
রওশনকে বিরোধীদলীয় নেতা করে গেজেট

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

এ গেজেট শনিবার প্রকাশ হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) জয়নাল আবেদিন দ্য রিপোর্টকে বলেন, ‘জাতীয় পার্টি সংসদীয় দলের বৈঠকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করার পরে তা আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়। স্পিকারের ‍অনুমতিক্রমে সংসদ সচিবালয় রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করে গেজেট প্রকাশ করেছে।’

এর আগে বৃহস্পতিবার জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা শপথের পর এক বৈঠকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার নির্বাচন করেন।

শপথের দিন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘রওশনকে যে তারা জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছেন, তা আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/এইচআর/এনডিএস/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর