thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা

২০১৪ জানুয়ারি ১১ ১৯:০১:৪৩
ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিজয়ী রাশেদ খান মেননসহ নবনির্বাচিত ৬ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীর তোপখানা রোডস্থ ‘শহীদ রাসেল মঞ্চে’ শনিবার বিকেলে এ সংবর্ধনা দেওয়া হয়।

শুভেচ্ছা বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘এ নির্বাচন ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার একটি যুদ্ধ। এ যুদ্ধে আমাদের খণ্ডিত বিজয় হয়েছে। সামগ্রিক যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষায় আমাদের আরও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনোত্তর বাংলাদেশে আজ আবার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-আক্রমণ হচ্ছে।’ সাম্প্রদায়িক সহিংসতার শিকার এ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সব আক্রমণ প্রতিহতের জন্য দলের নেতাকর্মী ও নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ্, অধ্যাপক ইয়াসীন আলী, অ্যাডভোকেট শেখ টিপু সুলতান বক্তব্য দেন।

সভায় শুভেচ্ছা জানান ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক ফেডারেলের সভাপতি শফিকুর রহমান মজুমদার, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সভাপতি হাজেরা সুলতানা, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক মনোজ বাড়ৈ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া সেলের সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ।

এ ছাড়াও শুভেচ্ছা জানান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন, গণশিল্পী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মৈত্রী, গণতন্ত্রী আইনজীবী সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য সেবা কর্মী সংঘ, জাতীয় হকার্স ফেডারেশন, বাংলাদেশ হকার্স ফেডারেশন, পুরান পল্টন ফুটপাত হকার্স সমিতি, কেন্দ্রীয় আইনজীবী সেল, সাপ্তাহিক নতুন কথা, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা, চুয়াডাঙ্গাসহ ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর