thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

ইউক্রেনে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহত

২০১৪ জানুয়ারি ১১ ১৯:০৪:১০
ইউক্রেনে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহত

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী নেতা যুরি লুতসেনকো আহত হন। খবর বিবিসির।

সন্ত্রাসের অভিযোগে তিন বিক্ষোভকারীর জেল হওয়ার পর এ সংঘর্ষের ঘটনা ঘটল।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারিক রায়ের প্রতিবাদে গতরাতে প্রচুর মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় উত্তেজিত জনতা পুলিশ কর্মকর্তাদের বহনকারী বাস আটকে দেয়। তারা গাড়ি ভাঙ্গা শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি না করে রাশিয়ার সঙ্গে চুক্তি করায় সরকারের পদত্যাগ চেয়ে আন্দোলনে নামে বিরোধীরা। এর মাঝেই গত বছরের ডিসেম্বরে রাশিয়ার সঙ্গে গ্যাসচুক্তি করেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।

(দ্য রিপোর্ট/এসকে/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর