thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘হিন্দুরা পিতৃভূমিতেও ২য় শ্রেণীর নাগরিক’

২০১৪ জানুয়ারি ১১ ১৯:১৪:৩৫
‘হিন্দুরা পিতৃভূমিতেও ২য় শ্রেণীর নাগরিক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ হয়নি। বরং দিন দিন অত্যাচারের মাত্রা আরও তীব্রতর হচ্ছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অত্যাচারের মাত্রা আরও বেড়েছে। যা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ভয়াবহতা মনে করিয়ে দেয়।

রাজধানীর শাহবাগে শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ধারাবাহিকভাবে হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন।

বক্তারা জানান, সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা নানা অজুহাতে নিজ দেশে লাঞ্চিত হচ্চে। ফলে তারা নিজ পিতৃভূমিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত হচ্ছে। সরকার কিংবা নির্বাচন কমিশন সংখ্যালঘুদের কথা শোনেনি। সাম্প্রদায়িক হামলা ও নৃশংসতার ঘটনা ঘটার পর প্রশাসন বা সরকার সান্ত্বনামূলক কথা বলা ছাড়া আর কিছুই করেনি।

যশোরের অভয়নগরের চাপাতলা গ্রামে সংখ্যালঘুদের শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই ঘটনা ঘটেছে বাগেরহাটের মোড়েলগঞ্জে, ঠাকুরগাঁয়ের সদর উপজেলার ঝাড়গাঁও গ্রামে ও গোপালপুরে, বগুড়ার নন্দীগ্রামে, ময়মনসিংহের ত্রিশালের কালিবাজারে, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালিতে, দিনাজপুরের করনীয়ায়, সাতক্ষীরার ক্ষেত্রপাড়া এবং মাগুড়ার বাটাজোড়া গ্রামে।

মানববন্ধনে বক্তারা সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারী ও লুটপাটকারীদের অবিলম্বের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিতভাবে এ অত্যাচার প্রতিরোধে কার্যকর পন্থা অবলম্বনের আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে জাগো হিন্দু সংগঠনের আহ্বায়ক বিনয় ভূষণ জয়ধর, উপদেষ্টা আশালতা বৌদ্ধ, মনরঞ্জন ঘোষাল, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মুকুল রঞ্জন শিকদার, সহ-সভাপতি মনিরানী দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দীয় সদস্য রুহীন হোসেন প্রিন্স, নাগরিক উদ্যোগের এবিএম আনিসুজ্জামানসহ রবীন্দ্র স্মৃতি সংসদ, শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/সা/জানুয়ারি ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর