thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে খালেদা

২০১৪ জানুয়ারি ১১ ১৯:৪৪:৪৫
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে খালেদা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত লি জুন। এ বৈঠক উপলক্ষে ১৬ দিন পর শনিবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে গুলশানের কার্যালয়ে আসেন খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার গাড়ি ছিল জাতীয় পতাকাবিহীন। তবে পুলিশ পাহারা ছিল।

এর আগে ৭টা ৩৫ মিনিটে আসেন চীনা রাষ্ট্রদূত লি জুন। রাত পৌনে ৮টা থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সাফিউদ্দিন আহমেদ।

বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর