thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মন্ত্রিসভার ৪৮ সদস্যের শপথ রবিবার

২০১৪ জানুয়ারি ১১ ১৯:৫১:৪১
মন্ত্রিসভার ৪৮ সদস্যের শপথ রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ দশম সংসদের মন্ত্রিসভাকে রবিবার শপথ পড়াবেন। তিন ক্যাটাগরির দশম সংসদের মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৮ জনের। যার মধ্যে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী রয়েছেন।

জানা গেছে, নবম সংসদের মন্ত্রিসভার সকল সদস্যের জায়গা হচ্ছে না দশম সংসদে। দশমে জায়গা করে নিতে যাচ্ছে এক দল তরুণ নতুন মন্ত্রী।

নবম সংসদের মন্ত্রী দীপু মনি ও হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সামসুল হক টুকু দশমে জায়গা পাচ্ছেন না।

নবীন ও প্রবীনদের সমন্বয় করার পাশাপাশি দীর্ঘদিন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা অভিজ্ঞ ও জৈষ্ঠ্য নেতাদের নিয়ে দশম মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। অভিজ্ঞ ও জৈষ্ঠ্য নেতাদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম।

নবম সংসদের মন্ত্রী ছিলেন এমন নেতাদের মধ্যে এবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম, আবুল মাল আব্দুল মুহিত, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, মহিউদ্দিন খান আলমগীর, শাজাহান খান ও লতিফ সিদ্দিকী।

দশম সংসদের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রীপরিষদ সচিবালয় থেকে শনিবার রাতে টেলিফোনে আমন্ত্রণ পেয়েছেন এমন একাধিক নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নতুনদের মধ্যে এবারের মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসাদুজ্জামান নূর, ফুটবলার আরিফ খান জয়, অধ্যক্ষ মতিউর রহমান, জোনায়েদ আহমেদ পলক, বীরেন শিকদার, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ফজলে নূর তাপস, সিমিন হোসেন রিমি, নজরুল হামিদ দীপু, মির্জা আজম, খালেদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আনিসুল ইসলাম, ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, গওহর রিজভী, শামসুর রহমান শরীফ ডিলু।

জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, মসিউর রহমান রাঙা, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পাটির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনুও দশম সংসদের মন্ত্রী পরিষদে থাকছেন।

মোহম্মদ নাসিম দ্য রিপোর্টকে শনিবার রাতে জানান, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শনিবার রাতে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে তিনি ফোন পেয়েছেন।

এ ছাড়া মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন।

দশম সংসদ নির্বাচনে নির্বাচিত শাহরিয়ার আলম তার ফেসবুক একাউন্টের স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তিনি ডাক পেয়েছেন।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী-প্রতিমন্ত্রীর পাশাপাশি উপমন্ত্রীও থাকছেন। বঙ্গভবনে রবিবার বিকেল সাড়ে ৩টায় অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের শপথ পড়ানো হবে। একই দিন দফতর বণ্টন করেও দেওয়া হবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে শনিবার রাত সাড়ে ৭টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা এ তথ্য জানান।

সবশেষ ২০০১ সালে চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভায় উপমন্ত্রীর পদ ছিল। তবে ২০০৮ সালের নির্বাচনের পর গঠিত মহাজোট সরকারে উপমন্ত্রী রাখা হয়নি।

সচিব বলেন, নতুন সদস্যরা শপথ নেওয়ার আগেই বর্তমান মন্ত্রিসভা ভেঙ্গে যাবে এমন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও। তবে রবিবারই উপদেষ্টা পদে নতুনভাবে নিয়োগ করে তাদেরও দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে।

মোশাররফ হোসেন জানান, প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছে রাষ্ট্রপতি। রবিবার শপথের আগে এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করা হবে। অন্যদিকে উপদেষ্টাদের নামও চূড়ান্ত করে তা গেজেটের জন্য দেওয়া হয়েছে।

তবে নতুন মন্ত্রিসভা কত সদস্যের হবে এবং সেখানে জাতীয় পার্টির সদস্যদের অংশগ্রহণ থাকবে কিনা সে সম্পর্কে জানাতে অপরাগতা প্রকাশ করেন সচিব।

মোশাররফ হোসেন ভূইঞা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ছাড়াও প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

২১ নভেম্বর ২৮ সদস্যের নির্বাচনকালীন সরকারের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ। ওই মন্ত্রিসভার অধীনেই ৫ জানুয়ারি ১৪৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এমএন/এমসি/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর