thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

‘জনতা দরবারে’ বিশৃঙ্খলার জন্য কেজরিওয়ালের দুঃখপ্রকাশ

২০১৪ জানুয়ারি ১১ ১৯:৫৯:৪৯
‘জনতা দরবারে’ বিশৃঙ্খলার জন্য কেজরিওয়ালের দুঃখপ্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক : ক্ষমতায় বসার পর আম আদমি পার্টির (এএপি) প্রথম ‘জনতা দরবারে’ই বিশৃঙ্খলার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন দলটির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর এনডিটিভির।

দিল্লির কেন্দ্রে গণমানুষের শুনানিতে অংশ নেওয়া কেজরিওয়ালকে চিঠি দিতে জড়ো হয় হাজারও জনতা। এ সময় বিশৃঙ্খলা দেখা দেওয়ায় কেজরিওয়ালকে সেখান থেকে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

তবে কেজরিওয়ালকে সরিয়ে নেওয়া হলেও তার সহকর্মী কেবিনেট সদস্য রাখী বিড়লা, সোমনাথ ভারতী ও সৌরভ ভরদ্বাজ দিল্লি সরকারকে উদ্দেশ্য করে লেখা জনগণের চিঠি গ্রহণ করেন।

এ ঘটনার পর আয়োজনটি ঠিকমত পরিচালনা করতে না পারায় সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছেন কেজরিওয়াল। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালোভাবে আয়োজন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

জনগণের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি ছিল বলে জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই নেতা।

নিজেদের কাজের জন্য জনতার মুখোমুখি হওয়া এএপি’র ইশতাহারের একটি অংশ। এটি বাস্তবায়নেই এ আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে জনগণ যে সকল অভিযোগ জমা দিয়েছেন তা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে বলে কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এনআই/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর