thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তল্লাশি

২০১৪ জানুয়ারি ১১ ২১:১০:৫৯
শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তল্লাশি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অফিস থেকে শিবিরের নববর্ষের ক্যালেন্ডারসহ বিভিন্ন প্রকাশনা সামগ্রী উদ্ধার করে তারা।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফুজ্জামান অভিযানের কথা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই পুলিশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় তল্লাশি চালিয়েছে। কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার।

এক বিবৃতিতে শনিবার রাতে তিনি বলেন, ‘পুলিশ কার্যালয়ে থাকা নববর্ষের ডায়েরি, ক্যালেন্ডারসহ ৫ গাড়ি (ভ্যান) প্রকাশনা সামগ্রী লুট করেছে। দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কেন্দ্রীয় কার্যালয়কে তালাবদ্ধ করে রেখেছে সরকার। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কোনো সুযোগই ছাত্রশিবিরকে দেওয়া হচ্ছে না। উল্টো নির্যাতন, হামলা, মামলার মাধ্যমে এই সংগঠনকে দমানোর অপচেষ্টা চলছে।’

তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘ছাত্রশিবিরের বিরুদ্ধে সব ধরনের অন্যায় পদক্ষেপ বন্ধ করুন। অন্যথায়, দেশের ছাত্রসমাজ সংক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এর ফলে উদ্ভূত পরিস্থিতির দায়ভার আপনাদের গ্রহণ করতে হবে।’

(দ্য রিপোর্ট/কেএ/এমএইচ/এপি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর