thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

২০১৪ জানুয়ারি ১১ ২১:১১:০৫
রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ল্যাব এইড হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসের চাপায় সুফিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। নিহত সুফিয়া বেগম হাজারীবাগের মনেশ্বর রোডে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় রংধনু নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। আহতাবস্থায় তাকে ল্যাব এইডের মো. শহীদ ও সুমন নামে দুই স্টাফ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত পৌনে আটটার দিকে মারা যান।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. মারুফ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর